০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মিয়ানমারের জরুরি অবস্থা প্রত্যাহার

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬৯

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে  দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে, যা দেশটিতে এক গৃহযুদ্ধের সূচনা করে। এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

এই জরুরি অবস্থা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগের সর্বময় ক্ষমতা দিয়েছিল। তবে সম্প্রতি তিনি নির্বাচনকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে তুলে ধরছেন।

কিন্তু অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক সংসদ সদস্যসহ বিরোধী দলগুলো ইতোমধ্যেই এই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।

গত মাসে এক জাতিসংঘ বিশেষজ্ঞ এই নির্বাচনকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন। যার উদ্দেশ্য সামরিক শাসনের বৈধতা নিশ্চিত করা।

জান্তার মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের পাঠানো এক ভয়েস বার্তায় জানান, একাধিক দলের গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিতে আজ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিয়ানমারের জরুরি অবস্থা প্রত্যাহার

আপডেট: ০১:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে  দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে, যা দেশটিতে এক গৃহযুদ্ধের সূচনা করে। এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

এই জরুরি অবস্থা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগের সর্বময় ক্ষমতা দিয়েছিল। তবে সম্প্রতি তিনি নির্বাচনকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে তুলে ধরছেন।

কিন্তু অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক সংসদ সদস্যসহ বিরোধী দলগুলো ইতোমধ্যেই এই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।

গত মাসে এক জাতিসংঘ বিশেষজ্ঞ এই নির্বাচনকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন। যার উদ্দেশ্য সামরিক শাসনের বৈধতা নিশ্চিত করা।

জান্তার মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের পাঠানো এক ভয়েস বার্তায় জানান, একাধিক দলের গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিতে আজ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।