ঢাকা : ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের (ডিএসএ) অধীনে হওয়া সব মামলা বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন।
তিনি আরও জানান, একই বৈঠকে উপদেষ্টা পরিষদ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর সংশোধনী অনুমোদন দিয়েছে। নতুন অধ্যাদেশের মাধ্যমে পুরোনো আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আধুনিক ও স্বচ্ছ কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বৈঠকে সরকার ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেয়।
এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে গোপনীয়তা, বিশ্বস্ততা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সংরক্ষণ এবং দায়িত্বশীল উদ্ভাবন উৎসাহিত করাই এই অধ্যাদেশের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, অধ্যাদেশটি কার্যকর হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত, ব্যবহার, স্থানান্তর ও বিনষ্টকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক মান রক্ষা করা সম্ভব হবে। এতে দেশের ডিজিটাল খাতের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।