০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

হাতিয়ায় মা সমাবেশের নামে প্রহসন

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৬৫

ছায়েদ আহামেদ : শিশুদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বিষয়ে অভিভাবকদের সচেতন করতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। তবে অধিকাংশ বিদ্যালয়ে সফলভাবে এ সমাবেশ সম্পন্ন হলেও, কয়েকটি বিদ্যালয়ে মা সমাবেশের নামে চলছে ‘প্রহসন সমাবেশ’-  এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর-পশ্চিম গুল্যাখালী হাজী গিয়াস উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে গিয়ে দেখা যায়, প্রকৃত অভিভাবকদের উপস্থিতি নেই বললেই চলে।
সমাবেশে উপস্থিত কয়েকজন নারী জানান, তারা প্রকৃত গার্ডিয়ান নন। শিক্ষকরা ডেকে এনেছেন বলে তারা এসেছেন।

আকলিমা ও মিনারা নামের দুজন নারী বলেন, “আমাদের সন্তানরা আগে এই স্কুলে পড়তো, এখন আর পড়ে না। তবুও শিক্ষকরা ফোন করে ডেকেছেন বলে চলে এসেছি।”

স্থানীয় সেলিম নামের এক অভিভাবক অভিযোগ করে বলেন, “আমার স্ত্রীকে প্রধান শিক্ষক আব্দুল কাদের ভুল বুঝিয়ে সমাবেশে এনেছেন। স্কুলটিতে সরকারি যতো বরাদ্দ এসেছে, তার কোনো কাজই করা হয়নি। ফলে ভবনের অবস্থা জরাজীর্ণ,ছাত্র-ছাত্রী নেই বললেই চলে আর পড়াশোনাও কার্যত বন্ধ ।”

তিনি আরও দাবি করেন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত থাকলেও শিক্ষার্থীর সংখ্যা প্রায় শূন্য। একই ধরনের দায়সারা মা সমাবেশের অভিযোগ পাওয়া গেছে উপজেলার মাকছুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সচেতন মহল বলছে, মা সমাবেশের মূল উদ্দেশ্য হলো শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। অথচ অনেক বিদ্যালয়ে সেটি এখন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ।

শিক্ষাবিদদের মতে, এমন প্রহসনমূলক সমাবেশ শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও গাফিলতির চিত্রকে আরও স্পষ্ট করে তুলছে।
তারা বলেন, “এই ধরনের ভুয়া উপস্থিতি শুধু তথ্য বিকৃতি নয়, বরং সরকারি উদ্যোগের মূল লক্ষ্যকেই ব্যর্থ করে দিচ্ছে।”

সর্বাধিক পঠিত

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হাতিয়ায় মা সমাবেশের নামে প্রহসন

আপডেট: ০৭:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ছায়েদ আহামেদ : শিশুদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বিষয়ে অভিভাবকদের সচেতন করতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। তবে অধিকাংশ বিদ্যালয়ে সফলভাবে এ সমাবেশ সম্পন্ন হলেও, কয়েকটি বিদ্যালয়ে মা সমাবেশের নামে চলছে ‘প্রহসন সমাবেশ’-  এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর-পশ্চিম গুল্যাখালী হাজী গিয়াস উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে গিয়ে দেখা যায়, প্রকৃত অভিভাবকদের উপস্থিতি নেই বললেই চলে।
সমাবেশে উপস্থিত কয়েকজন নারী জানান, তারা প্রকৃত গার্ডিয়ান নন। শিক্ষকরা ডেকে এনেছেন বলে তারা এসেছেন।

আকলিমা ও মিনারা নামের দুজন নারী বলেন, “আমাদের সন্তানরা আগে এই স্কুলে পড়তো, এখন আর পড়ে না। তবুও শিক্ষকরা ফোন করে ডেকেছেন বলে চলে এসেছি।”

স্থানীয় সেলিম নামের এক অভিভাবক অভিযোগ করে বলেন, “আমার স্ত্রীকে প্রধান শিক্ষক আব্দুল কাদের ভুল বুঝিয়ে সমাবেশে এনেছেন। স্কুলটিতে সরকারি যতো বরাদ্দ এসেছে, তার কোনো কাজই করা হয়নি। ফলে ভবনের অবস্থা জরাজীর্ণ,ছাত্র-ছাত্রী নেই বললেই চলে আর পড়াশোনাও কার্যত বন্ধ ।”

তিনি আরও দাবি করেন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত থাকলেও শিক্ষার্থীর সংখ্যা প্রায় শূন্য। একই ধরনের দায়সারা মা সমাবেশের অভিযোগ পাওয়া গেছে উপজেলার মাকছুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সচেতন মহল বলছে, মা সমাবেশের মূল উদ্দেশ্য হলো শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। অথচ অনেক বিদ্যালয়ে সেটি এখন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ।

শিক্ষাবিদদের মতে, এমন প্রহসনমূলক সমাবেশ শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও গাফিলতির চিত্রকে আরও স্পষ্ট করে তুলছে।
তারা বলেন, “এই ধরনের ভুয়া উপস্থিতি শুধু তথ্য বিকৃতি নয়, বরং সরকারি উদ্যোগের মূল লক্ষ্যকেই ব্যর্থ করে দিচ্ছে।”