ঢাকা ; বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, শিগগিরই ভারতের ভিসা চালু করা হবে। বালাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি কুমুদিনীতে এসেছি সপ্তমী পূজা উদযাপন করতে। দুর্গাপূজা আমাদের উভয় দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার জন্য আমাদের শক্তি এবং প্রজ্ঞা দেবে।
পরে কুমুদিনী হাসপাতালের লাইব্রেরীতে চা চক্র শেষে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপ পরিদর্শনে যান। সেখানে সপ্তমী পূজার আরতি উপভোগ করেন।
এর আগে বিকেলে তিনি কুমুদিনী হাসপাতালে এসে পৌছালে তাকে স্বাগত জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ।
এ সময় কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের এম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।