০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৩

ঢাকা : ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠা‌চ্ছে বাংলা‌দেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়।

মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সেখানে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন তিন হাজারেরও বেশি আফগান।

তবে বার্তা সংস্থা এএফপির সর্বশেষ প্রতিবেদন মতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যাও বেড়ে তিন হাজার ৬০০ হয়েছে।

পাশাপাশি আট হাজারেরও বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে সার্বিকভাবে তালেবান শাসিত আফগানিস্তানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

ত্রাণসামগ্রীর মধ্যে আছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ

আপডেট: ০৮:১৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা : ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠা‌চ্ছে বাংলা‌দেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়।

মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সেখানে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন তিন হাজারেরও বেশি আফগান।

তবে বার্তা সংস্থা এএফপির সর্বশেষ প্রতিবেদন মতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যাও বেড়ে তিন হাজার ৬০০ হয়েছে।

পাশাপাশি আট হাজারেরও বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে সার্বিকভাবে তালেবান শাসিত আফগানিস্তানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

ত্রাণসামগ্রীর মধ্যে আছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে।