ছায়েদ আহামেদ : নোয়াখালীর হাতিয়ায় বাবার অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে প্রাণ গেলো শিশু ছেলে রিহানের। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মানছুরুল হক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সাড়ে ৮টার সময় হাতিয়া উপজেলার চরইশ্বর কাজির বাজার পল্লি চিকিৎসক রণজিৎ চন্দ্র দাসের রিক্সা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিহানের পরিবারে শোকের মাতম চলছে।
মৃত রিহান উদ্দিন(৯) উপজেলার চরইশ্বর ইউনিয়ন ৯নং ওয়ার্ড পূর্বলক্ষ্মীদিয়া গ্রামের রিক্সা চালক নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিহানের বাবা রাতে রিক্সা গ্যারেজে রিক্সাটি চার্জ দিয়ে যায়। সকালে রিক্সার চার্জারটি খুলে দেওয়ার জন্য বাবা গ্যারেজে পাঠায় ছেলেকে। এরপর ফিরে আসতে দেরি হওয়ায় বাবা গ্যারেজে গিয়ে দেখে শিশু ছেলেটি পড়ে আছে রিক্সার পাশে। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানছুরুল হক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত রিহানের মামাতো ভাই রাশেদ উদ্দিন জানান, ৫ ভাইবোনের মধ্যে রিহান সবার ছোট। ৮ সদস্যের অভাবী পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা নুর ইসলাম রিক্সা চালিয়ে সংসার চালান। আর রিহান কাজির বাজারে পান দোকান করে। এ দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবারে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।