ছায়েদ আহামেদ : দ্বীপ উপজেলা হাতিয়ার উত্তর, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মেঘনা নদীর ভাঙ্গন রোধের দাবিতে প্রস্তাবিত প্রকল্প ও কাজের অগ্রাধিকার নিরূপণের লক্ষ্যে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার নলচিরা এলাকায় মেঘনার তীরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ভার্চুয়ালী যুক্ত ছিলেন হাতিয়ার কৃতি সন্তান ও ২৪ এর গণ-অভ্যুত্থানের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের পিতা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড হাতিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী জামিল আহমেদ পাটোয়ারী ও উপ-সহকারী প্রকৌশলী মিলন হোসেন উপস্থিত ছিলেন।
এ গণশুনানিতে মেঘনা নদী ভাঙ্গন কবলিত এলাকার ৪ শতাধিক মানুষ অংশ নিয়ে নদী ভাঙ্গনের দুঃসহ জীবনের কথা তুলে ধরেন এবং ব্লক ফেলে স্থানীয় ভাবে নদী ভাঙ্গন রোধ করে বসতভিটা, কৃষিজমিসহ বিভিন্ন সরকারি স্থাপনা রক্ষাসহ দ্বীপ হাতিয়াকে ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও আব্দুল হান্নান মাসুদের প্রতি জোর দাবী জানান।