০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

হাতিয়ায় তিন জেলেকে পিটিয়ে ডাকাত সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় থানায় মামলা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৯

ছায়েদ আহামেদ : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন জেলেকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার পর ডাকাত সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, ভুক্তভোগী জেলে মোঃ কউসার বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।  মামলার এজাহারে জাহাজমারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জসিম উদ্দিন সহ ৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, জাহাজমারা ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান মাঝি দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার মুক্তি পেয়ে বাড়িতে ফিরলে তাকে দেখতে যান ফখরুউদ্দিন, শাহারাজ ও কাউসার। এতে ক্ষিপ্ত হন হাসান মাঝির প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন। এদিন রাত ১০টার দিকে জসিম উদ্দিনের লোকজন তিন জেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা তিন জেলের সামনে জাহাজের ছয়টি সিগন্যাল রকেট দিয়ে সেগুলোকে রকেট লাঞ্চার বলে তাদেরকে ডাকাত সাজিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে। পরে থানায় ডাকাত ধরা হয়েছে খবর দিয়ে তাদেরকে পুলিশে দেয়। মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। পরে তিন জেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর ছেড়ে দেয় পুলিশ।

এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ৬০/৭০ জন নারীকে দিয়ে বুধবার সন্ধ্যায় থানা ঘেরাও করে ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন।

পুলিশের কাজে বাঁধা এবং এ ষড়যন্ত্রকারীদের অপকৌশলের বিরুদ্ধে একই রাত সাড়ে ৮টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে।  

সর্বাধিক পঠিত

বেগমগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে শিশু চুরি

হাতিয়ায় তিন জেলেকে পিটিয়ে ডাকাত সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় থানায় মামলা

আপডেট: ০৯:১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ছায়েদ আহামেদ : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন জেলেকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার পর ডাকাত সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, ভুক্তভোগী জেলে মোঃ কউসার বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।  মামলার এজাহারে জাহাজমারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জসিম উদ্দিন সহ ৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, জাহাজমারা ইউনিয়নের  ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান মাঝি দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার মুক্তি পেয়ে বাড়িতে ফিরলে তাকে দেখতে যান ফখরুউদ্দিন, শাহারাজ ও কাউসার। এতে ক্ষিপ্ত হন হাসান মাঝির প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন। এদিন রাত ১০টার দিকে জসিম উদ্দিনের লোকজন তিন জেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা তিন জেলের সামনে জাহাজের ছয়টি সিগন্যাল রকেট দিয়ে সেগুলোকে রকেট লাঞ্চার বলে তাদেরকে ডাকাত সাজিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে। পরে থানায় ডাকাত ধরা হয়েছে খবর দিয়ে তাদেরকে পুলিশে দেয়। মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। পরে তিন জেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর ছেড়ে দেয় পুলিশ।

এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ৬০/৭০ জন নারীকে দিয়ে বুধবার সন্ধ্যায় থানা ঘেরাও করে ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন।

পুলিশের কাজে বাঁধা এবং এ ষড়যন্ত্রকারীদের অপকৌশলের বিরুদ্ধে একই রাত সাড়ে ৮টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে।