ছায়েদ আহামেদ : নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ব্রীকফিল্ডে কাঠ পুড়িয়ে পরিবেশ দুষণ ও নিয়ম অমান্য করার দায়ে ৩টি ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ব্রীকফিল্ড তিনটির চিমনিগুলোও ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ জরিমানা করেন।
এসময় মেসার্স এসআরপি ব্রিকসের মালিক তানবীর’কে ৫০ হাজার টাকা, আরএনবি ব্রীকসের মালিক বাবু মিয়াকে ৫০ হাজার টাকা এবং এডিএল ব্রীকসের মালিক দুলাল মাস্টার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে ব্রীকফিল্ড তিনটি বৈধ কাগজপত্র ছাড়া এবং নিয়ম অমান্য করে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া কাঠ পুড়িয়ে লাগাতার পরিবেশ দুষণ করে আসছে। এমন তথ্য নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেন উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটা তিনটির চিমনিসমূহও ভেঙে দেওয়া হয়।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, সরকারি নিয়ম অমান্য করা এবং কাঠ পুড়ে পরিবেশ দূষণের দায়ে ব্রীকফিল্ডসমূহের মালিকদের এ জরিমানা করা হয়। যথারীতি এ অভিযান চলমান প্রক্রিয়ায় থাকবে বলেও জানান তিনি।