ছায়েদ আহামেদ : হাতিয়ায় বন্দোবস্তকৃত প্রাপ্য ভূমি বুঝিয়ে বুঝিয়ে দেওয়ায় সকল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে ভূমিহীন পরিবারবর্গ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, মাইন উদ্দিন লেলিন, জাফর,মো: ইউনুছ উদ্দিন, আজাদ মাস্টার ও বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের হাতিয়া প্রতিনিধি হান্নান ইউসুফ। এসময় বক্তারা বলেন, এতোদিন ফ্যাসিবাদ ও তাদের দোসর’রা ভূমিহীনদের বন্দোবস্তকৃত ভূমি লুটপাট করে খেয়েছে। এখন নতুন করে ভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভূমিহীনরা যখন বন্দোবস্তকৃত প্রাপ্য ভূমি বুঝে পেতে শুরু করেছে তখন বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন মহল ভিন্ন কৌশলে এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মানববন্ধনে বক্তারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান বক্তারা।