মো. ইফতেখার হোসেন : হাতিয়ায় বনভূমিকে অবমুক্ত না করে অবৈধভাবে বন্দোবস্ত বুঝিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নদীভাঙা পূনর্বাসন সমবায় সমিতি সদস্যরা।
রবিবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলার প্রধান সড়কে থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নদীভাঙা পূনর্বাসন বহুমুখী সমবায় সমিতির দুই শতাধিক সদস্য। এ সময় বক্তব্য রাখেন সংঘঠনের সভাপতি আবুল কাশেম, সদস্য আবু তাহের, মো. নিজাম উদ্দিন, মো. আলী, ফজল করিম, শাহাবউদ্দিন, মেহেরাজ উদ্দিন প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, হাতিয়া বনবিভাগের অধীন বনভূমিকে অবমুক্ত না করে এবং জরিপ অধিদপ্তরের যথাযথ বিধি না মেনে স্থানীয় প্রভাবশালীদের মাঝে নামে বেনামে বন্দোবস্ত দেয়া হয়। এ বিষয়ে আদালতের নিষেধাঞ্জা থাকা অবস্থায় মানুষের মাঝে অবৈধ বন্দোবস্ত বুঝিয়ে দেয়া হচ্ছে। জনপ্রতি ২ হাজার টাকা তুলে নিচ্ছেন একটি পক্ষ। যাহা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা আজকে এই মানববন্ধন থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোন অবস্থায় বনবিভাগ থেকে অবমুক্ত না করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি বুঝিয়ে দেয়া যাবে না। যথাযথ প্রক্রিয়ায় জরিপ অধিদপ্তরের মাধ্যমে পরিমাপ সম্পন্ন করে প্রকৃত ভূমিহীন নদীভাঙা পরিবারের মাঝে বন্দোবস্ত দিতে হবে।
মানববন্ধন শেষে সমিতির প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), হাতিয়া নৌকন্টিনজেন্ট কমান্ডার ও হাতিয়া থানা বরাবর একটি স্মারকলিপি দেন।